বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বনরুপা ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২২ ১২:১৩ : অপরাহ্ণ 338 Views

বান্দরবান পৌর ৬নং ওয়ার্ডের ১নং ইউনিট (বনরুপা) এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার বিকেল ৩টায় বনরুপা আওয়ামীলীগ কার্যালয়ের পাশের মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী।জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দলের বান্দরবান শহর আওয়ামীলীগের অমল কান্তি দাশ।একই ইউনিটের সাধারণ সম্পাদক বাবু মতিলালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে আওয়ামীলীগ এর সাধারণ মো.শামসুল ইসলাম।৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং ইউনিট (বনরুপা) এর সভাপতি আলহাজ্ব আবুল বাশারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,জেলা আওয়ামীলীগের সদস্য মো.মহি উদ্দিন,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম,শহর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাশা।সম্মেলনে বক্তারা বলেন,তৃণমূলকে সুসংগঠিত করতে হলে সম্মেলনের বিকল্প নেই।সংগঠনের শিকড় হলো তৃণমূল।তাই তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন যে নেতৃত্ব সাংগঠনিক দায়িত্ব আসবেন তাদের নেতৃত্বে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং ইউনিট (বনরুপা) শাখা আগামীতে শক্তিশালী একটি সংগঠন হিসেবে গড়ে উঠবে এটাই আমরা বিশ্বাস করি।আওয়ামী লীগই এর সুফল পাবে।পরে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং ইউনিট (বনরুপা) শাখার সকল নেতাকর্মীর মতামত ও সহযোগী সংগঠনগুলোর পরামর্শে আলহাজ্ব আবুল বাশারকে সভাপতি এবং ঝন্টু দাশ সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছর মেয়াদে নতুন কমিটির ঘোষণা করা হয়।এবিষয়ে শহর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ বলেন,বান্দরবান শহর আওয়ামীলীগের মেয়াদ উর্ত্তীর্ণ কমিটি গুলোকে সম্মেলনের মাধ্যমে সুসংগঠিত করা হবে।এই ক্ষেত্রে সংগঠনে যেসব নেতাকর্মীর অবদান আছে,ত্যাগ আছে এবং শ্রম আছে তাদেরকে দায়িত্ব দিতে চায় বান্দরবান শহর আওয়ামীলীগ।এতে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হবে সর্বোপরি সাংগঠনিকভাবে মূল্যায়িত হবে।ইতিমধ্যে ১,৬ (বনরুপা ইউনিট) আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।সোমবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনও অনুষ্ঠিত হবে।পর্যায়ক্রমে সকল সহযোগী সংগঠন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের মতামত নিয়ে বান্দরবান শহর আওয়ামীলীগকে সুসংগঠিত করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!