বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির উদ্দ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক পৌর মেয়র) জাবেদ রেজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মা ম্যা চিং।
সোমবার (৩০ মে) জজকোর্ট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানা তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করেন সভায় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ।
আলোচনা সভায় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় জেলা পরিষদের সাবেক সদস্য লুসাই মং,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম,মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্যাচিং মার্মা,মহিলাদল নেত্রী আয়েশা আক্তার,সাই সাই নু (তোতো) সহ যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে জেলা বিএনপি সভাপতি মিসেস মা ম্যা চিং এর নেতৃত্বে জেলা বিএনপি নেতৃবৃন্দ দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।বান্দরবান জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস জানিয়েছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপিসহ সমগ্র বান্দরবান জেলার প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
সরকার বিরোধী আন্দোলনে সর্বত্র সক্রিয় এই নেতা আরও বলেন,বান্দরবান পৌরসভায় সহস্রাধিক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে পাশাপাশি উপজেলা গুলোতেও এই ধরনের খাবার দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আমাদের নেতাকর্মীরা।