

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বান্দরবানে ছাত্র শিবিরের জেলা সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (জুন ০২) সকালে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়,জেলা শহরের ফায়ার সার্ভিস পাড়াস্থ বাসা থেকে ছাত্র শিবিরের জেলা সভাপতি রুহুল আমিনকে (২৪) গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সদর থানায় মামলা রয়েছে।গ্রেফতারের পর দুপুরে তাকে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ মিজান জানান,সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।জেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম বলেন,রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে অপরাধমূলক কোনো মামলা নেই।