

বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দিয়েছেন পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতারা।গত শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শামসুল আলম,যুব ও ক্রীড়া সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাজু বড়ুয়া,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ,জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জনি সুশীল,বান্দরবান সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো:ইসমাইল,সদস্য সচিব নাজমুল হোসেন বাবলু,সদস্য কাজী সাফায়েত হোসেনসহ আরো অনেকে।অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশীষ বড়ুয়া।বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে মোট ২৮ জন মনোনয়নপত্র জমা দেন।