

বান্দরবান পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পদে মিথুন কান্তি দাশ এবং সদস্য সচিব পদে কাওসার ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।আজ শুক্রবার (৪ ডিসেম্বার) ছাত্রদল বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিন ফরহাদ ও সাধারণ সম্পাদক অমিত ভূষণ তংঞ্চ্যা এই কমিটির অনুমোদন করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত তঞ্চঙ্গ্যা।তিনি বলেন,নবনির্বাচিত নেতাদেরকে আগামী দুই মাসের মধ্যে ঘোষিত উপজেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রনয়ন করে ছাত্রদল জেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য,একই দিন বান্দরবান জেলার ৭ উপজেলা, ৩ টি কলেজ, ২ পৌর শাখা, ও ১ টি সাংগঠনিক শাখায় কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়।তাদেরকেও দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদল কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।