

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বান্দরবানের বোমাং সার্কেলের ১৬তম বোমাং রাজা স্বর্গীয় (কে এস প্রু) এর সহধর্মিনী রাণী ডঃ দ এ সাং পরলোক গমন করায় বান্দরবান জেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃইসলাম বেবীর নেতৃত্বে বান্দরবান জেলা আওয়ামীলীগ এর পক্ষে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,জেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান,সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব,সাবেক পৌর কাউন্সিলর মং হৈ চিং,জেলা শ্রমিকলীগ নেতা রফিকুল আলম,জেলা আওয়ামীলীগ এর উপ দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় আওয়ামীলীগ নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরলোকগত রাণী ডঃদ এ চিং এর আত্বার শান্তি কামনা করেন।