

বান্দরবান ছাত্রলীগের কলেজ ও পৌর শাখার সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। আগামী ১৩ জুলাই শহরের অরুন সারকী টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ তথ্য জানান।জানা গেছে, দীর্ঘ ৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কলেজ ও পৌর ছাত্রলীগের সম্মেলন। তাই সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। তবে ইলেকশন নাকি সিলেকশনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে সে বিষয়ে জানা যায়নি।এর আগে ২০১৫ সালে সিলেকশেনর মাধ্যমে কলেজ ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এবারের সম্মেলনে কলেজ ও পৌর শাখায় মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে কলেজ ছাত্রলীগের সভাপতি পদে ইমরান উদ্দীন বাবু, সায়মা আক্তার, সরিত বড়ুয়া, নাজমুল আলম সিদ্দিকী, মোঃ সোহেল, আরমান হোসেন, বিকাশ চাকমা, টিপু দাশ। সাধারণ সম্পাদক পদে ইমরান খান, ফয়সাল বিন মোস্তাফিজ ইমরানুল হক, শুভ দাশ, শোভন দাশ চাই ওয়াই মার্মা প্রার্থী হয়েছেন।
অন্যদিকে পৌর ছাত্রলীগে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শিমুল দাশ, সামির সাকির খান সিদ্দিকী তামিম, আদনান, কাজী আশরাফ। সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ শাহীন, জুনায়েদ, জনি দাশ, শুভ দাশ, শামীম, আরমান হোসেন, মিজানুর রহমান সোহান প্রার্থী হয়েছেন।ইতোমধ্যে প্রার্থীদের আবেদন যাছাই বাছাই শেষ হয়েছে বলে জানা গেছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা।সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজমুল হোসেন বাবলু বলেন, সম্মেলনের সব প্রস্তুতি প্রায় শেষ। সিলেকশন অথবা ইলেকশন যেটাই হোক উভয়েরই প্রস্তুতি রয়েছে। আমরা ব্যালটের ব্যবস্থা ও করছি। আলোচনা সাপেক্ষে সেটি নির্ধারিত হবে। আশা করি সুন্দর একটি সম্মেলন উপহার দিতে পারব।উল্লেখ্য, গত ১৪ মে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেসবুকে বিবৃতির মাধ্যমে কলেজ ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে বান্দরবান জেলা ছাত্রলীগ।