

বান্দরবান উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী।সূত্রে জানা যায়, এবারে নির্বাচন হবে দলীয় প্রতীকে। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী নেতারা লবিং শুরু করেছেন।বর্তমান সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, গত উপজেলা নির্বাচনে দলিয় মনোনয়নে বান্দরবান জেলার সাত উপজেলার মধ্যে বিপুল ভোটে নির্বাচিত একমাত্র উপজেলা ভাইস-চেয়ারম্যান।এবারও জামাল উদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন।তিনি গত উপজেলা নির্বাচনে,ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বান্দরবান সদর উপজেলার ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় সরকার এর প্রদত্ত ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন।তিনি বান্দরবান পৌর যুবলীগ সভাপতি এবং বান্দরবান জেলা যুবলীগ-সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সুখ-দুঃখে জনগণের পাশে থাকায় উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।দলীয় নেতাকর্মীরা জানান, উন্নয়নের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও বেছে নিতে চাই। সেদিক থেকে জামাল উদ্দিন চৌধুরী কথা উল্লেখ করেন ওই নেতাকর্মীরা।সাধারণ জনগণ জানান, বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে আছেন। তিনি উপজেলা পরিষদে আওয়ামীলীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করলে জনগণ তাকে ভোট দিবে ।উপজেলা ভাইস-চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী বলেন, আমি নির্বাচনে অংশগ্রহণের জন্য এলাকায় ব্যাপক গণসংযোগ করছি, এলাকাবাসী ব্যাপক সাড়া দিচ্ছে। দলের নীতিনির্ধারকরা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে আমি জয়লাভ করবো।