স্টাফ রিপোর্টারঃ-বান্দরবানে জেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১ ডিসেম্বর) বান্দরবান জেলা বিএনপির চৌধুরী মার্কেটেস্থ স্থায়ী কার্যালয়ে বান্দরবান জেলা ছাত্রদল এর জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ও প্রভাবশালী সেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম।আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খাঁন সিদ্দিকী দৌলত।এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের অন্যতম সহসভাপতি জিয়া উদ্দিন জিয়া,সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিত ভূষন শুভ্র,পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক উমো চিং মার্মা প্রমুখ।বান্দরবান জেলা ছাত্রদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলোর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপি,জেলা ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল,তাঁতীদল সহ বিপুলসংখ্যক জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন,অনেক ত্যাগ আর রক্তক্ষরণের মধ্য দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ছাত্রদল গৌরবদীপ্ত ভূমিকা রেখেছিল,তা অবৈধ সরকারের দুঃশাসনে অপহৃত হয়েছে।খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদলকে অতীতের মতো সাহসী ভূমিকা রাখতে হবে।এসময় তারা আরও বলেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষা,ঐক্য ও প্রগতিকে মূলনীতি করে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন।দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদল দেশের ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বান্দরবান জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে কেক কেটে আলোচনা সভার সমাপ্তি টানা হয়।