![](https://www.chttimes.com/wp-content/uploads/2025/02/IMG-20250202-WA0077.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
চট্টগ্রামের নেভী কনভেনশন হল থেকে হত্যা মামলার আসামি আওয়ামী সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং ‘জুলাই গণহত্যার’ বিচারসহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিলের জন্য সমবেত হন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল বের হয়ে আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে রূপ নেয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন,বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে আওমামী সন্ত্রাসীদের রক্ষা করা হচ্ছে,যা ন্যায়বিচারের জন্য হুমকিস্বরূপ।তাঁরা দ্রুত ‘জুলাই গণহত্যার’ বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান।সমাবেশে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।বক্তারা সরকারের নীতির কঠোর সমালোচনা করে বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, বিচার না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’ উল্লেখ্য,সম্প্রতি চট্টগ্রামের নেভী কনভেনশন হল থেকে হত্যা মামলার আসামিদের মুক্তি দেওয়া হয়, যা বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আসিফ ইকবাল,হাবিব আল মাহমুদ,মুসা,ফাহিম, ইয়াছিন,মিছবাহ,সাকিব,মাসুমসহ প্রমুখ।