কেন্দ্রীয় বিএনপি এর পূর্ব ঘোষিত দশ দফা দাবী আদায় এর অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপি এর উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ ডিসেম্বর) এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বান্দরবান বাজার এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং।
বান্দরবান জেলা বিএনপি এর সাধারন সম্পাদক জাবেদ রেজা এর সার্বিক তত্বাবধানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং,মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগম,পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম,বিএনপি নেতা রিটল বিশ্বাস, শাহাদাত হোসেনসহ যুবদল,ছাত্রদল,মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় অবিলম্বে সররকারের পদত্যাগ ও বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেয়ার দাবি জানান বান্দরবান জেলা বিএনপি।এছাড়া বিএনপি ঘোষিত দশ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।গত ১০ ডিসেম্বর শনিবার রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির সর্বশেষ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,গত ১০ ডিসেম্বর সররকার এর পদত্যাগ ও বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেয়ার দাবিসহ ১০ দফা দাবি ঘোষণা করে বিএনপি।রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবিগুলো তুলে ধরেন এবং ২৪ ডিসেম্বর যুগপৎ সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা দেন।