

বান্দরবান অফিসঃ-বান্দরবানে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান করেছে।আজ শুক্রবার সকালে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপি নেতা আবুল কাশেম,জয়নাল আবেদীন,বদিউল আলমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির হাতে ফুল দিয়ে আ.লীগে যোগদান করেন।এসময় উপস্থিত পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম,জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা ও সাধারন সম্পাদক দুড়িমং মামাসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবানও জানান তিনি।সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ দেশের ও মানুষের উন্নয়নে কাজ করছে তাই আ.লীগে যোগদান করলে হবে না মানুষের উন্নয়নে কাজ করতে হবে।আ.লীগ কথায় নয় কাজে বিশ্বাসী।