তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বান্দরবান বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মোহাম্মদ রফিকুল ইসলাম।জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক পৌর মেয়র) জাবেদ রেজার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার।
বক্তব্য রাখেন বিএনপি নেতা আবিদুর রহমান,বাবু রিটল বিশ্বাস,জেলা মহিলাদলের সভাপতি কাজী নিরুতাজ বেগম,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব চনুমং মারমা।এছাড়াও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্যাচিং মার্মাসহ সদর উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি,জেলা ছাত্রদল ও জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
পুলিশের ব্যাপক উপস্থিতি এবং নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ডা.মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,২০০৭ সালে বিদেশে বসে ষড়যন্ত্র করে যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এক/এগারোর মতো কলংকজনক অধ্যায়ের যারা জন্ম দিয়েছিলো সেই ষড়যন্ত্রকারীরাই আজকে ২০২২ সালে এসে এদেশের গণমানুষের জননন্দিত নেতা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার দুঃস্বপ্ন দেখছে।বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের দুঃস্বপ্ন প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে।এসময় ডা.রফিকুল ইসলাম, নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কেন্দ্র ঘোষিত যেকোনও কর্মসূচি সফল করার জন্যও আহবান জানান।
এর আগে দুপুর ৩ টায় জজকোর্ট আদালতের সামনে অবস্থিত বান্দরবান জেলা বিএনপির কার্যালয় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে বাজার এলাকার সমাবেশ স্থলে প্রবেশ করেন বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীরা।তবে বরাবরের মতো এবারও কেন্দ্র ঘোষিত এই সমাবেশে অনুপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাচিং প্রু জেরি।