

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,ইফতার ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকেল চারটায় বোমাং রাজবাড়ী তে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে আয়োজিত শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বোমাং রাজপুত্র কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী সদস্য সাচিং প্রু জেরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি আব্দুর শুক্কুর,জেলা বিএনপি নেতা চিংসা প্রু কেসি,জেলা সেচ্ছাসেবক দল আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা বিএনপি নেতা মুসা সওদাগর প্রমু।আলোচনা সভা শেষে বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে ইফতার করা হয়।