বান্দরবানে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালালো দুর্বৃত্তরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২৫ ২:৫৬ : পূর্বাহ্ণ 15 Views

বান্দরবানে বিএনপির অফিস হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় জেলা সদরের ৩নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি,হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়।স্থানীয়রা জানান,বান্দরবান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের আসবাবপত্র লুটে নেওয়া হয় এবং চেয়ারপারসন খালেদা জিয়া,তারেক রহমানসহ জেলা বিএনপি নেতাদের ছবি ভেঙে ফেলা হয়।এছাড়া পার্শ্ববর্তী দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ এই স্লোগানগুলো লিখে রাতের আধারে পালিয়ে যায় হামলাকারীরা।

৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের নির্দেশে এই হামলা চালানো হয়েছে।ছাত্র জনতার গণ আন্দোলনে হামলা ও মামলার অন্যতম অভিযুক্ত অজিত দাশ বর্তমানে পলাতক থাকলেও তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এখনও এলাকায় তৎপর রয়েছে।এসময় তিনি অজিত দাশ ও তার গংদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে ঘটনার সংবাদ পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ,পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আবদুল করিম বলেন,ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!