বান্দরবানে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ স্থগিত


প্রকাশের সময় :১৯ মে, ২০১৭ ২:০৬ : পূর্বাহ্ণ 509 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় কর্মী সমাবেশ স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় মেম্বার পাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা এ ঘোষণা দেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, ‘শুক্রবার (১৯ মে) মেঘলাস্থ হোটেল নাইট হেভেন মিলনায়তনে জেলা বিএনপি’র কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল। সভার অনুমতির জন্য গত ১৪ মে জেলা প্রশাসকের কাছে সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত পত্রে লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু অদ্যবধি প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মেলেনি। অনুমতি না দেয়ায় আপাতত কর্মীসভা স্থগিত করা হয়েছে। আগামী ঈদের পরে যে কোনোদিন অনুমতি নিয়ে কর্মীসভা করা হবে।’ জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং বলেন, ‘কর্মীসভার অনুমতি না দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। কিন্তু এমন ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবানে সুষ্ঠ রাজনীতি চর্চায় অন্তরায় হয়ে দাঁড়াবে। তবে কর্মীসভার অনুমতি না দিলেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড চলমান থাকবে। বিএনপি বর্তমানে বান্দরবানের ৩১টি ইউনিয়নেই আগের চেয়ে অনেক বেশি গোছানো ও শক্তিশালী।’তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন দলের ইশারায় বিএনপিতে একটি দুষ্টচক্র আজও সক্রিয়। যারা স্বাধীনতা যুদ্ধে রাজাকারের ভূমিকায় এবং ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর বিপক্ষে মীরজাফরের ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও ১৯৯৬ সালের ১৫ মার্চ বান্দরবানে পাহাড়ী-বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গার মূলহোতা ছিলেন বলেও অভিযোগ রয়েছে। যারা দেশ, দল এবং জাতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তাদের কাছ থেকে বিরোধিতা ছাড়া আর কি’বা আশা করা যায়।’ প্রসঙ্গত, শুক্রবার (১৯ মে) মেঘলাস্থ হোটেল নাইট হেভেন মিলনায়তনে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ আহবান করেছিল জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুবুর রহমান শামীম উপস্থিত থাকার কথাছিল।জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির নতুন কমিটির সিনিয়র ভাইচ চেয়ারম্যান অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম সম্পাদক আব্দুল মাবুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিটল বিশ্বাস,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!