

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগ প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করেছে।মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় শহরের মুক্তমঞ্চে এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও প্রদীপ প্রজ্বলন করা হয়। জেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে মোমবাতি হাতে এই প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেয়।এ সময় পার্বত্য মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক ইসলাম বেবি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষিপদ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক শামসুল আলম,জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।এর আগে মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে প্রদীপ প্রজ্জলনে অংশ নেন।