

বান্দরবানে জেলা ছাত্রলীগের উদ্যোগে মাস ব্যাপী ইফতার কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে এই কর্মসূচী পালন করে আসছে ছাত্রলীগ। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সৌজন্যে পহেলা রমজান থেকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই ইফতার কর্মসুচী চলমান থাকবে।পবিত্র রমজান মাসে পথচারী, সুবিধা বঞ্চিত ও খেটে খাওয়া শ্রমজীবী রোজাদারদের সুবিধার্থে মাস ব্যাপী এই ইফতার কর্মসূচীর আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। প্রতিদিন বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শতাধিক মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়। এই ইফতার ও দোয়া মাহফিলে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পথচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক মিলন মেলায় পরিণত হয়।বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের নির্দেশে প্রতি বছর রমজানের শুরু থেকে পথচারী, সুবিধা বঞ্চিত ও খেটে খাওয়া শ্রমজীবী রোজাদারদের সুবিধার্থে ছাত্রলীগের পক্ষ থেকে মাস ব্যাপী এই ইফতার কর্মসূচীর আয়োজন করা হয়েছে।প্রতিদিন চার শতাধিক রোজাদার এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।