

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১৯ ডিসেম্বর) বান্দরবান জজকোর্ট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে দুপুর ৩ টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক মেয়র) জাবেদ রেজা।পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার।এছাডাও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিটল বিশ্বাস,চনং মং মার্মা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, শামীম হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন মাসুম,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোরশেদ বিন ওমর,রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম শিকদার প্রমুখ। দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মেম্বার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আকবর।