

ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ অক্টোবর) বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনস তুষার, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন জনি।বান্দরবান পৌর বিএনপির নেতা বাবু রিটল বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল সাত নভেম্বর।বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের শাসন ভার তুলে দিয়েছেন।বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে আমাদের আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। নব্য স্বৈরাচার সরকারের লুটপাট, দূর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে গনতন্ত্রকামী জনগণ আবার জেগে উঠবে। বিএনপির নেতৃত্বে জনগণ আবারো বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনবে।