সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও দুই মোটরসাইকেল চালককে হত্যার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ।গতকাল মঙ্গলবার সকালে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এই মানবন্ধন কর্মসূচিতে অংশ নেয়।তাদের সঙ্গে নিহত মোটরসাইকেল চালকদের পরিবারের সদস্য ও বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীও অংশ নেয় মানববন্ধনে।পরে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান,বাঙালি ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি কামরান ফারুক,মিজানুর রহমান প্রমুখ।সমাবেশে বক্তরা অবিলম্বে মোটরসাইকেল চালক সাজ্জাদ ও আবদুল আলিমের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতারা।উল্লেখ্য,সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি বান্দরবানের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক মো.সজ্জাদ ও আবদুল আলিমের উপর হামলা করা হয়।এদের মধ্যে লামা উপজেলার বাসিন্দা মো.সাজ্জাদকে অপহরণের পর হত্যা করা হয়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.