

১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।শুক্রবার (২৬ মে) দুপুরে স্টেডিয়াম এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মিসেস মাম্যাচিং এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।বান্দরবান জেলা বিএনপি এর সাধারণ সম্পাদক জাবেদ রেজা এর সার্বিক তত্বাবধানে আয়োজিত বান্দরবান জেলা বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম,কেন্দ্রীয় কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া,বান্দরবান জেলা বিএনপি এর সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন,মহিলা দলের সাধারণ সম্পাদক উম্যাচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।জানা যায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে সমাবেশ করার কথা থাকলেও পুলিশি বাধার কারণে বান্দরবান জেলা স্টেডিয়াম এর প্রবেশমুখে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ করে বিএনপি।কাছাকাছি এলাকায় আওয়ামী লীগ সমাবেশ করার ঘোষণা দেওয়ায় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।যেকারনে উত্তেজনাপুর্ন পরিবেশ সৃষ্টি হওয়ায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ নেতারা এখন বিএনপিকে কর্মসূচি করতে দিচ্ছে না।অথচ বাকশাল গঠন করায় আওয়ামী লীগ নামের দলটি ১৯৭৫ সালে বিলুপ্ত হয়েছিল।জিয়াউর রহমান ক্ষমতায় এসে আবার আওয়ামী লীগ নামে তাঁদের পুনর্গঠনের সুযোগ করে দিয়েছিলেন।এ জন্য আওয়ামী লীগের নেতাদের উচিত বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকা।’