“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্টার লড়াই সংগ্রামে অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই ”এই শ্লোগানকে সামনে নিয়ে বান্দরবানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।৬ষ্ঠ প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৫ নভেম্বর (বুধবার) বান্দরবান সদরের উজানীপাড়া দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।এসময় দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলভিউ কনফারেন্স হলে গিয়ে জমায়েত হয়।পরে হিলভিউ কনফারেন্স হলের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু হয় ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন।পরে হিলভিউ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রথমেই সংগঠন প্রতিষ্ঠা ও ষড়যন্ত্রকারীদের বুলেটের আঘাতে আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামের নিরীহ জন্মুদের নিয়ে বিভেদ পন্থীদের নব্য ষড়যন্ত্র সবাইকে মিলে প্রতিহত করতে হবে।পার্বত্য এলাকার শান্তি শৃংখলা ও উন্নয়নের স্বার্থে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্টার লড়াই সংগ্রামে অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ায় আহবান জানান বক্তারা।
ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) বান্দরবান জেলা শাখার সভাপতি মংপু মারমা এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।
এসময় কেন্দ্রীয় কমিটির সদস্য আপ্রুমং মারমা,ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মারমা,সাংগঠনিক সম্পাদক রাম তন সাং বম (মালেক),পাহাড়ী ছাত্র পরিষদ (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর জেলা কমিটির সভাপতি জয় বাবু তঞ্চঙ্গ্যাসহ ইউনাইটেড পিপল’স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) দলের এর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।