

সিএইচটি নিউজ ডেস্কঃ-১৭ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,দেশরত্ন,জননেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক পৌর মেয়র মোঃইসলাম বেবী।বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দশ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অজিত দাশ,জেলা যুবলীগ আহবায়ক মোঃহোসেন,জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক প্রমুখ।এসময় বক্তারা বলেন ১৯৮১ সালে যদি জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরত না আসতেন, তাহলে দেশ অন্ধকারাচ্ছন্ন কূপে পরিণত হতো। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীরা এদেশকে পাকিস্তান বানিয়ে ফেলার অপচেষ্টা চালিয়েছিল।১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাঙালির পুনর্জ্জীবিত হওয়ার দিন।আজকের আধুনিক বাংলাদেশ গড়ার পিছনে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নাই।আলোচনা সভায় নাইক্ষংছড়ি উপজেলায় সদ্য কাউন্সিলে নির্বাচিত দুই উপজেলা নেতা অধ্যাপক শফি উল্লাহ এবং মোঃইমরান কে উপস্থিত নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।