

নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা বিএনপির সাবেক প্রভাবশালী সাধারণ সম্পদক এ্যাডভোকেট মহতুল হোসেন যত্নের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।দীর্ঘদিনের অপেক্ষা শেষে আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার এই আইনজীবী নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মহতুল হোসেন যত্নের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়।এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত করার আহবান জানানো হয়।কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককেও বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুলিপি পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।