

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকলিপি প্রদান করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।রবিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বান্দরবান জেলা ছাত্রলীগ।মানববন্ধনে বান্দরবান জেলা,পৌর,সদর উপজেলা ও কলেজের কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য দেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী,ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সু্শীল,সহ সভাপতি ইমাইল হোসেন,সাইফুদ্দিন হারুন,পৌর ছাত্রলীগের সদস্য সচিব কাজী অাশরাফ হোসের অাশু প্রমুখ।পরে তারা জেলা প্রশাসকের হাতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির দাবিতে স্বারকলিপি তুলে দেন।স্মারকলিপিতে পররাষ্ট্রমন্ত্রীর উদেশ্যে উল্লেখ করা হয়,দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসির রায় হয়ে যাওয়ার ৭ বছর পরও তাদরে দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই ছাত্রলীগ প্রতিনিধি হতাশ ও চিন্তিত। তাই আমাদের বিশ্বাস জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়।মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ৭ আসামির মধ্যে অবসরপ্রাপ্ত লে.কর্নেল আজিজ পাশা জিম্বাবুয়েতে অবস্থান করার সময় মারা গেছে।বাকি ৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে.কর্নেল খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানে,লে.কর্নেল নূর চৌধুরী ও লে.কর্নেল শরিফুল হক ডালিম কানাডায় এবং রিসালদার মোসলেউদ্দিন থাইল্যান্ডে,লে.কর্নেল এম এ রাশেদ চৌধুরী আফ্রিকায় এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ কেনিয়ায় অবস্থান করছেন।