

পাহাড়ে সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক রাজবিলা এলাকার তাইংখালিতে সেনাক্যাম্প স্থাপন ও চ থোয়াই মং কে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন সচেতন পার্বত্যবাসী।আজ রবিবার (২৬ মে) সকাল ১০ টা ঐতিহাসিক প্রেসক্লাব চত্বরের সামনে এই বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।পিবিসিপি বান্দরবান জেলার সভাপতি মো:মিজানুর রহমান আখন্দ এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলার সাধারণত সম্পাদক এ্যাড আবু তালেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।এছাড়াও বক্তব্য রাখেন সদস্য সচিব শফিকুর রহমান।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃজুয়েল,মোঃআসিফ,হোসনে মোবারক সাইফুল্লাহ ও আব্দুল্লাহ প্রমুখ।এসময় বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে পাহাড়ে গুম-খুন-অপহরণ মহামারী আকার ধারন করেছে, এই হত্যাকাণ্ড নিরসন করতে হলে বিপদজনক জায়গা সমুহে অতি দ্রুত সময়ের মধ্যে সেনাক্যাম্প স্থাপন করতে হবে।সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।সমাবেশ থেকে পৌর আওয়ামীলীগ সহসভাপতি চ থোয়াই মং মার্মা কে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।