সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে জেলা বিএনপির নতুন ঘোষিত কমিটি বাতিল দাবিতে পৌর বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়,দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটি বাতিল এবং নেতাদের নাম নতুন কমিটি থেকে বাদ দিতে হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ পৌর বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে বক্তরা বলেন,দলের জেলার আংশিক কমিটি কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না,কারণ এ কমিটির সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কোন সম্পর্ক কিংবা মতামত নেয়া হয়নি।তারা এ কমিটির সম্পূর্ণ বাতিলের দাবি জানান।