বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবীতে বুধবার (২৪ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি নেতৃবৃন্দ স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপির বর্ণনা মতে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না।
স্মারকলিপিতে আরো বলা হয়, জনগণ মনে করে, সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করার জন্য দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতেই জনগণের অবিসংবাদিত নেত্রী বেগম জিয়ার প্রতি মনুষ্যত্বহীন আচরণ করছে। এই মুহূর্তে মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে হবে।
বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা রিটল বিশ্বাস, টি মং, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন জেলা মহিলা দলের আহবায়ক কাজী নিরুতাজ বেগমসহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।