

আজ ২২অক্টোবর ভোর আনুমানিক ০৫০০ঘটিকায় জেএসএসের সন্ত্রাসীরা বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের আমতলী চাকমাপাড়া পুড়িয়ে দিয়েছে।পাড়াবাসী ভাষ্য মতে গতকাল রাত আনুমানিক ১১০০ঘটিকায় পাতা রংয়ের পোষাক পরিহিত জেএসএসের একদল সন্ত্রাসী আমতলী পাড়ায় এসে ফাঁকা গুলি ছুঁড়ে এবং লোকজনকে মেরে পাড়া হতে বের করে দেয়।তারা সকালে পাড়ায় গিয়ে ঘরগুলো পুড়া দেখতে পায়।ধারনা করা হচ্ছে নিরাপত্তা বাহিনীকে চাপে রাখতে এবং মগ লিবারেশন পার্টির উপর দোষ চাপাতে জেএসএস চাকমা সম্প্রদায়ের লোকজনের ঘর বাড়ী পুড়িয়ে দিয়েছে।বান্দরবানে কিছুদিন আগে মগ লিবারেশন পার্টির আগমন ঘটে এবং এরপর হতে কাট্টলীপাড়া,উজি হেডম্যানপাড়া এলাকায় জেএসএসের চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। এই ক্ষোভ থেকে জেএসএসের সন্ত্রাসীরা ঘটনাটি ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে।উল্লেখ্য কাট্টলী পাড়ার আশেপাশের পাড়া সমূহ হতে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা সাধারণ পাহাড়ি ও বাংগালী জনগনকে জিম্মি করে দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।