বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা মহিলাদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং।জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট মিসেস উম্যাসিং।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেত্রী আয়শা সিদ্দিকা,জেলা মহিলাদলের সহ-সভাপতি রুবি আক্তার,যুগ্ম সম্পাদক আয়াশা বেগম, কোহিনুর বেগম,হাসিনা বেগম,আসমা আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদক তোতো মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন,আজ মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা।কারন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার।তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না।বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দল রাজপথে থাকবে।
অনুষ্ঠানে একটি কেক কেটে মহিলাদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।