১৩ ই অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার সম্মেলন-২২ কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ অক্টোবর) বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা।
বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী’র সঞ্চালনায় আয়োজিত সভায় সম্মেলন এর সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন,আগামী ১৩ই অক্টোবর রাজার মাঠে অনুষ্ঠেয় সম্মেলন ছাত্রলীগ এর মিলন মেলায় পরিণত হবে।এই সম্মেলনে আওয়ামীলীগ সহ সকল সংগঠন কে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে উপস্থিত হয়ে ছাত্রলীগের সম্মেলন কে সফলভাবে সম্পন্ন করতে হবে।
সভায় জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,জেলা আওয়ামীলীগ সদস্য সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময়,সভায় পৌর আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,সর্বশেষ ২০১৫ সাল এর ৬ জুন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।সভাপতি হিসেবে পুলু মার্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে মুক্তিযোদ্ধা সন্তান সাদ্দাম হোসেন মানিক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ক্লিন ইমেজ এর কারণে জেলা ছাত্রলীগে তাদের শক্ত একটি শক্ত অবস্থান আছে এমনটাই গুঞ্জন সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে।প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছে সব প্রার্থীরা।