সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলো।তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা বান্দরবান জেলা ছাত্রদলের বহুল আলোচিত এবং আলোকিত এক ছাত্রদল নেতা।দারিদ্রতার বেড়াজাল পাড়ি দিয়ে বিগত দশটি বছর সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে বান্দরবান জেলা ছাত্রদল ইতিহাসের এক বিপ্লবী ছাত্রনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন সর্বমহলে।হরতাল-অবরোধ-বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত থেকে যার পদচারণায় মূখরিত হয়ে উঠে বান্দরবান জেলা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচী।কেন্দ্র ঘোষিত যেকোনও কর্মসূচিতে আলাউদ্দিন আলোর উপস্থিতি যেনো একটি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ রুটিন ওয়ার্কের মতো।স্বয়ং বান্দরবান জেলা বিএনপি পর্যন্ত আন্দোলন সংগ্রামের দিনগুলোতে আলাউদ্দিন আলোর উপর কতটা নির্ভরশীল ছিলো লিখেতো শেষ করা যাবেনা,আলাউদ্দিন আলো জ্বলন্ত এক নির্ভরযোগ্য ছাত্রনেতার নাম যা জেলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছে।শুধু কি আন্দোলন সংগ্রামে উপস্থিতি?ব্যাতিক্রমী এই ছাত্রনেতা নিজে না খেয়ে কর্মীদের মুখে হাসি ফুটিয়ে রাখতে কতটা যে সচেতন তা কিন্তু তাকে কাছ থেকে না দেখলে কখনও কেউ জানতে পারবেনা।বরাবরই প্রচার বিমুখ এই ছাত্রনেতা সংগঠনের যেকোনও কর্মীর বিপদে আপদে ছুটে যান সবার আগে।নানা প্রতিবন্ধকতা আর চড়াই উৎরাই পার করে চুপচাপ কাজ করে যাচ্ছেন ছাত্রদলের জন্য।মাথার ঘাম পায়ে ফেলে এই ছাত্রনেতা শুধু জ্বালাময়ী বক্তব্যই রাখেন না,সভা সমাবেশে উপস্থিত হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কর্মীদের মনোবল বৃদ্ধিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেন না,প্রয়োজনে যে কারও সুখ দুঃখের খবর নিতে বেড়িয়ে পরেন রাত দুইটা তিনটার সময়ও।সবচেয়ে আশ্চর্যজনক হলেও সত্য আলাউদ্দিন আলো শুধু ছাত্রদল এর রাজনীতিকেই সমৃদ্ধ করে বসে থাকেননি।ছাত্রদলের মানবিকতাকে ফুটিয়ে তুলতে ধর্ম বর্ন নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়ে গত ৬ নভেম্বর (সোমবার) বান্দরবান পার্বত্য জেলার গৌরবোজ্জ্বল ছাত্ররাজনীতি তে নতুন এবং অত্যন্ত বিরল একটি নজির সৃষ্টি করেছেন।অত্যন্ত ছোট একটি পদে থেকে দলমতের উর্দ্ধে উঠে সাধারন মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তাঁরই জ্বলন্ত একটি প্রমাণ হলো, "বান্দরবান পৌরসভার মধ্যম পাড়ার বাসিন্দা স্বপন দেউরীর ৮ বছর বয়সী কিশোর পুত্র পল পিটার দেউরীর চিকিৎসার্থে অর্থ সাহায্য উঠাতে ছাত্রদল কর্মীদের নিয়ে রাস্তায় নেমে আসা"।পিটার পল দেউরী ব্লাড ক্যান্সারে আক্রান্ত,অত্যন্ত গরীব একটি পরিবার,দিনে এনে দিনে খাওয়া একটি পরিবার।প্রাণঘাতী মরন ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত পিটার এর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আলাউদ্দিন আলো দুই ঘন্টার মধ্যেই দশ হাজার টাকা বান্দরবান বাজার ও আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করে সোমবার সন্ধ্যা ৭টায় সংগৃহীত দশ হাজার টাকা পিটার এর মায়ের হাতে তুলে দেন।এখানে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় টি হলো পিটার কিন্তু ছাত্রদলের কোনও কর্মী না,পিটার বাবা-মা'ও বিএনপি কিংবা বিএনপির কোনও সংগঠনের সাথে জড়িত কেউ না কিন্তু তারপরেও পৌর ছাত্রদল সভাপতি আলাউদ্দিন আলোই বুকভরা কষ্ট নিয়ে নিভৃতে ক্রন্দনরত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা বর্তমান সমাজে সত্যিই বিরল।আলাউদ্দিন আলোর কর্মকান্ড নতুন করে আবারও সমাজ কে দেখিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য।স্বপন দেউরীর মতো হতভাগ্য পরিবার গুলোর জন্য ছাত্রনেতা আলাউদ্দিন আলোরা বেচেঁ থাকুক যুগ যুগ ধরে।অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন পৌর ছাএদল সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান,জেলা যুবদলের সদস্য মোঃফয়সাল,পৌর ছাএদলের পলাশ,অভিজিৎ বড়ুয়া,আকবর, সোহেল,রাকিব সহ আরও অনেকে।এবিষয়ে আলাউদ্দিন আলো সিএইচটি টাইমস ডটকমকে বলেন অসম্প্রদায়িক চেতনার নির্মল বিশ্বাস নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন।ছাত্রদলের রয়েছে একটি গৌরবোজ্জ্বল বর্ণাঢ্য এক অবিশ্বাস্য ইতিহাস।বান্দরবান জেলা সদরের একমাত্র পৌরসভার ছাত্রদল সভাপতি হিসেবে নিজের দায়িত্ব থেকে সংগঠনের জন্য সবসময় রাজপথে সক্রিয় ছিলাম,সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে চেষ্টা করি;ছাত্রদল রাজনীতির পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের গরীব-দুখী-সাধারণ অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়াতে অতীতেও চেষ্টা করেছি এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।সিএইচটি টাইমস ডটকমকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিএইচটি টাইমস ডটকমের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের নিকট অনুরোধ থাকবে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৮বছর বয়সী কিশোর পল পিটার দেউরীর পাশে দাড়ানোর জন্য।কেউ যদি সাহায্য করতে চান নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে সকলের নিকট অনুরোধ করছি,নাম্বার টি হলো ০১৫৫২৮৬৯৯৯৫।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.