

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ জানুয়ারি) জেলা জজকোর্ট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মা ম্যা চিং।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।বান্দরবান জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোরশেদ বিন ওমরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার।অনুষ্ঠানের সঞ্চালনা করেন বান্দরবান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।আলোচনা সভায় বিএনপির জেলা নেতৃবৃন্দ এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আশু রোগমুক্তি কামনা বিশেষ মোনাজাতে অংশ নেন এবং খালেদা জিয়ার উন্নত সুচিকিৎসা নিশ্চিত করার দাবী জানান।প্রসঙ্গত,বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা,ঐক্য ও প্রগতি-এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল।নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে সংগঠনটি।তবে বিগত এক দশকে ছাত্রদলের সেই সংগ্রামী ভাবমূর্তি খুজেঁ পায়নি বলে জানাচ্ছে দেশের সচেতন ছাত্রসমাজ।