

এইচ.এম.শাহিদুল ইসলাম, (স্টাফ রিপোর্টার):- ১৭ই মার্চ,স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’২০১৭ উপলক্ষ্যে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও গরীব দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭ টায় বান্দরবান সরকারি কলেজ মিলনায়তনে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন এবং গরীব দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল,জেলা ছাত্রলীগ সহসভাপতি মোঃইসমাইল,জেলা ছাত্রলীগ সহসভাপতি আশিষ বড়ুয়া,জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইফুদ্দীন মোঃহারুন,সহসভাপতি রেজাউল করিম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেয় বান্দরবান জেলা ছাত্রলীগের শীর্ষনেতারা।এসময় ৮০জন গরীব দুঃস্থ শিশুকে খাবার বিতরণ করেন জেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।এদিকে শুক্রবার সকালে বান্দরবান কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন।