করুনা ভাইরাসের কঠিন দু:সময়ে লকডাউনে যখন পাহাড়ী জেলা বান্দরবানের পর্যটন শিল্পসহ বিভিন্ন শো-রুম দোকান পাট, ব্যবসাবানিজ্য, হাটবাজার থেকে শুরু করে সকল কিছুই যখন বন্ধ হয়ে গেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়া গরীব নিম্ন আয়ের মানুষগুলো যখন পরিবারের খাদ্য যোগান দিতে হিমশিমের মধ্যে রয়েছে। তখনি প্রশাসনের পাশাপাশি বান্দরবানের অনেক ব্যাক্তি উদ্যোগে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাদের একজন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা মানবসেবায় নেমে পড়েছেন। তিনি অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিকতা দেখিয়েছেন। তিনি ৩এপিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালাঘাটা ত্রিপুরা পাড়া একালায় খোঁজে খোঁজে রিকশা, ভ্যানচালক থেকে শুরু করে দিনমজুর, হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষদের প্রায় ৭৫টি পরিবারকে নিজ উদ্যোগে খাদ্য শষ্য বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়িছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফিলিপ ত্রিপুরা । এসয় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সত্যহা পাঞ্জি ত্রিপুরা,৩নং ওয়ার্ড কমিশনার অজিৎ কান্তি দাশ,এপেক্সিয়ান কামাল পাশা,বান্দরবান সরকারী শিশু পরিবারের শিক্ষক তুষার চাক, গ্রাব্রিয়াল ত্রিপুরা প্রমুখ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা বলেন, সারাদেশে করোনাভাইরাসের কারণে বান্দরাবনে নিম্ন আয়ের অসহায় ও গরিব পরিবারে অনেক মানুষ অনেক কষ্টে মানবেতর দিন যাপন করছে। তাই তিনি নিজ অর্থ দিয়ে কিছু ত্রাণ হিসেবে নয় উপহার হিসেবে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করেছি। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এর পাশা-পাশি সরকারী র্নিদেশনা মেনে সকলকে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানান।