

নিউজ ডেস্কঃ-আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনায় বান্দরবানে স্বাগত মিছিল হয়েছে।গতকাল শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে বান্দরবান ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবানের যৌথখামার এলাকা থেকে একটি স্বাগত মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালুকদার পাড়া এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ পথসভা ও অনুষ্ঠিত হয়। এসময় পথসভায় বক্তারা আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা করায় নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান।স্বাগত মিছিল উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের (দক্ষিণ শাখার) সভাপতি মো:আবুল কালাম ,সাধারণ সম্পাদক সুনিল কান্তি দাশ,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিমসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।