

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের আলিকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে।শনিবার (২২ জুলাই) সকাল ১১ টা থেকে নবায়ন অভিযানের উদ্বোধন করা হয়।আলিকদম উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রশিদ, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,লামা পৈারসভা বিএনপির সভাপতি আমির হোসেন আমু,লামা ও সাবেক পৌর মেয়র থোয়াইনু অং চৌধুরী,আলীকদম উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক মংক্যউনু মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ,জেলা মিডিয়া দল নেতা ওমর ফারুক,লামা পৈার স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক, জাফর,সাধারন সম্পাদক মাসুদ,উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জাকির প্রমুখ।
এছাড়া সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে বিভিন্ন ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।নবায়ন অভিযানে সাচিংপ্রু জেরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,এবারে দলের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ব্যাপক সাড়া পেয়েছে।এখন আর দ্বিধা বিভক্তির সময় নেই।আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।শনিবার সকাল ১১টায় আলিকদম বাজার চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন এবং ফরম বিতরণ করাহয়,নেতা কর্মীদের হাতে ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।