

ফুলেল শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগে যোগ দিলেন সদ্য সমাপ্ত টংকাবতী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাং ইয়াং ম্রো ও ৪ ইউপি মেম্বার।বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মন্ত্রীর বান্দরবানস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময় ও আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জনাব মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব অমল কান্তি দাশ,বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর,জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জনাব কেলু মং,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা,সাধারন সম্পাদক এয়াকুব চৌধুরী প্রমুখ।সদ্য যোগদানকারী ইউপি চেয়ারম্যান মাং ইয়াং ম্রো বলেন,উন্নয়নের স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগের কোন বিকল্প নেই।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির দিকনির্দেশনায় টংকাবতীর গরীব দুঃখী মানুষের কল্যাণে নিশ্চিত করতে চাই।উল্লেখ্য,মাং ইয়াং ম্রো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী কে বিপুল ভোটে পরাজিত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় আসেন।