বান্দরবান কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি কানু দাশ আমাদের মাঝে আর নেই।বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ৩ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বান্দরবান সদর হাসপাতালে পরলোক গমন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।তিনি মা-বাবা,৪ ভাই-বোন,২ শিশু সন্তান এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাসষ্টেশন সংলগ্ন কেন্দ্রীয় মহা শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিহতের বড় ভাই বাবুল দাশ বলেন,বুধবার রাতে আমার ভাই এর প্রেসার বাড়তি থাকায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে আবারো বুক ব্যাথা করলে সাথে সাথে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানু দাশ বান্দরবান পৌরসভার নোয়া পাড়ার বাসিন্দা সুনীল দাশের ছেলে।ছাত্র জীবনে তিনি বান্দরবান সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক,কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতিসহ অসংখ্য সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।এছাড়া সংস্কৃতিমনা একজন তরুন হিসেবে বিভিন্ন মঞ্চ নাটকেও অভিনয় করেছেন।
কানু দাশের অকাল প্রয়াণে তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও শোক জানান।এদিকে কানু দাশের অকাল প্রয়ানে শোক জানিয়েছেন সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান ট্রিবিউন ডটকম পরিবার।