বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩ জুলাই) সকাল বান্দরবান প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান শাখার উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সংহতি জানিয়েছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরাম।
মানববন্ধনে বক্তাগণ গত ২১ জুন কুকিচিন ন্যাশনাল আর্মী ফ্রন্ট (কে.এন.এফ) কতৃক সাইজাম পাড়ায় ৩ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা ও দুই শিশুকে গুলিবিদ্ধ করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এসময় সরকারের কাছে কুকিচিনসহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতামূলক কর্মকান্ড,হত্যা,গুম,চাদাবাজিসহ সকল রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য আহবান জানানো হয়।
এই ঘটনার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর,বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার,জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান শাখা।