বান্দরবানে কুষ্ঠ ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক নেটওয়ার্কিং সভা


প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০১৭ ১:২১ : পূর্বাহ্ণ 616 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবানে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর আয়োজনে এবং বান্দরবান স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বান্দরবানে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি, মানবাধিকার সংস্থার সদস্য,গণমাধ্যম কর্মী,কুষ্ঠ ও প্রতিবন্ধি ব্যাক্তিদের অংশ গ্রহণে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার বিষয়ক নেটওয়ার্কিং সভা বুহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান সিভিল সার্জন এর কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা:শাহানা রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাজাহান,সিএইচটি এলসি এন্ড আর.পি প্রজেক্ট ম্যানেজার পরশ চাকমা,বান্দরবান সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মারমা। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের করনীয় ও অধিকার রোগীর সংখ্যা,চিকিৎসা সেবা সম্পর্কে ব্যাপক ভাবে তুলে ধরেন প্রতিবন্ধি কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরা ও দি লেপ্রসী ভিশন ইন্টারন্যাশানাল বান্দরবান এর সমন্বয়কারী পিএল,বম।সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থার শহর শাখার সভাপতি নীলিমা আক্তার,মানবাধিকার কর্মী আব্দুল মোমিন চৌধুরী,ম্রোচেট এনজিও কর্মী ম্যালকম ¤্রাে প্রমুখ। সভায় বক্তারা বলেন,এদেশের কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধি ব্যাক্তিদের মধ্যে পার্বত্য এলাকার আদিবাসী জনগোষ্ঠী প্রতিবন্ধীরা বেশী সুবিধা বঞ্চিত। শিক্ষার অভাবে অনেকেই সমাজের উন্নয়নের মূল স্রোত ধারায় আসতেও সম্পৃক্ত হতে পারেনা।এ ক্ষেত্রে তাদের অসচেতনতা ও নিরক্ষরতা বড় কারণ।এ সভায় তিন পার্বত্য জেলায় প্রতিবন্ধিদের সেবায় নিয়োজিত সব এনজিও সমন্বয়ের মাধ্যমে কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধীদের সেবাই এদিয়ে আসা খুবই প্রয়োজন বলে মনে করেন বক্তারা।পরে সভাপতি সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন এবল সভায় উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!