বান্দরবানে খাবার হোটেলে ক্রেতাদের নিম্মমানের খাবার প্রদান ও ডিপ ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী রাখার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে।রোববার সকালে (২৩ ডিসেম্বর) জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ রুপসী বাংলা হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি দল।এসময় অভিযানে ক্রেতাদের নিম্মমানের খাবার প্রদান ও ডিপ ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ রুপসী বাংলা হোটেল কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইচ.এম.ইবনে মিজান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।এছাড়াও জেলা প্রশাসনের অফিস সহায়ক ও পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।পরে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।অভিযানে পর্যটকদের নিম্মমানের খাবার প্রদানের অপরাধে দুটি খাবার হোটেলকে ৫ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন কোনভাবেই পর্যটকদের নিম্মমানের খাবার প্রদান করা যাবে না।মেয়াদোত্তীর্ণ মালামাল সংগ্রহে না রাখার অনুরোধ জানাচ্ছি।আগামীতে এ ধরণের কোন অভিযোগ পেলে আরো কঠোর শাস্তি প্রদান করা হবে বলে ভ্রাম্যমান আদালত খাবার হোটেল গুলোর দায়িত্বশীলদের সতর্ক করে দেন।