বান্দরবানে পর্যটন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এসময় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের।
প্রশিক্ষণে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো.বোরহান উদ্দিন,সবুজ দাস,সহকারী,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক,দৈনিক জনতার প্রতিনিধি এমএ হাকিম চৌধুরী,বাংলাভিশন জেলা প্রতিনিধি আল ফয়সাল বিকাশ,প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,প্রেসক্লাব সদস্য কৌশিক দাসগুপ্ত,মং টিং মার্মা,দি ডেইলি মর্নিং গ্লোরি’র বান্দরবান করসপনন্ডেন্ট লুৎফুর রহমান (উজ্জ্বল) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের প্রশিক্ষণ দিতে গিয়ে বলেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশের পর্যটন খাতকে উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আর তা বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।এসময় তিনি আরো বলেন,পর্যটন সেবাকে ডিজিটাল করার জন্য একটি মাস্টার প্ল্যান করা হচ্ছে যাতে কোন দেশী বিদেশী পর্যটক কোনস্থানে গিয়ে কোনভাবেই ক্ষতির সম্মুখীন না হয়।তিনি আরো বলেন, দেশে ট্যুরিস্টদের ওয়ানস্টপ সার্ভিস দেয়ার জন্য কাজ শুরু হয়েছে এবং ট্যুরিজকে আরো আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তুলতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি সাংবাদিকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
পর্যটনের উন্নয়নে মহাপরিকল্পনার বিষয়ে আবু তাহের মোহাম্মদ জাবের আরো বলেন,মাস্টার প্ল্যানে তিন পার্বত্য জেলায় ৯৬টি পর্যটন স্পট চিহ্ণিত করা হয়েছে।আবার এটিকে ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে।বান্দরবান জেলাকে ৩ টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে।পাহাড়ের স্থানীয় খাদ্য,বৈচিত্র, অবকাঠামো সহ নানা বিষয় নিয়ে ক্লাস্টার করা হয়েছে।
পর্যটন করতে গিয়ে পার্বত্য তিন জেলার (বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে) প্রাণি ও উদ্ভিদকূলের যাতে নষ্ট না হয় সেটিও মহাপরিকল্পনায় আছে বলে জানান তিনি।প্রশিক্ষণে বক্তারা বান্দরবানের পর্যটন বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।বর্তমান সরকার দেশের পর্যটনকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে এবং পর্যায় ক্রমে তা বাস্তবায়ন করছে বলেও জানানো হয়।প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক প্রশিক্ষনে অংশগ্রহন করেন।এসময় দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ স্মরণে জেলায় কর্মরত সাংবাদিক এবং অতিথিবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।