করোনা সংকটে স্থবির ছিলো বান্দরবান পর্যটন।টুরিস্ট সমাগম না থাকায় কর্মহীন হয়ে পরে শতশত মানুষ।দীর্ঘ দুই থেকে আড়াই বছর করোনা সংকট পরিস্থিতির উন্নতি ঘটায় কমে আসায় এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে বিপুলসংখ্যক পর্যটকের আগমনে মুখর হয়ে উঠে বান্দরবান।ব্যস্ত সময় পার করছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।বিপুলসংখ্যক এই পর্যটক ব্যবস্থাপনা করতে গিয়ে ঘটছে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি পাশাপাশি ফেসবুকে উঠে আসছে ভালো কিছু বিষয়।এরই একটি অনবদ্য উদাহরণ মাহেন্দ্র জীপ চালক দেলোয়ার হোসেন।জানা যায়,গত শনিবার (৭ মে) ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে বান্দরবানে ঘুরতে আসা রাইসুল ইসলাম নিরব নামে এক পর্যটক নিলগিরি থেকে আসার পথে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে একটি ব্যাগ ফেলে চলে আসেন।পরে একই স্থানে আসা পর্যটকবাহী জিপ চালক মো.দেলোয়ার একটি ব্যাগ কুড়িয়ে পান।সাথে সাথে তিনি ব্যাগে থাকা ভিজিটিং কার্ড নিরব নামে ওই পর্যটকের মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করেন।পরে সোমবার বান্দরবান মাহেন্দ্র পর্যটকবাহী জীপ চালক সমিতির দায়িত্বশীলদের উপস্থিতিতে ওই কুড়িয়ে পাওয়া ব্যাগটি সকল তথ্য যাচাই বাছাই শেষে পর্যটক নিরবের হাতে হস্তান্তর করা হয়।এবিষয়ে পর্যটক নিরব সিএইচটি টাইমস ডটকমকে বলেন,ব্যাগটিতে আমার খুব শখের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ডিএসএলআর ক্যামেরা ছিলো।পর্যটন এলাকায় এই ধরনের ঘটনা নানা সময় অনেকেরই ঘটার তথ্য আমরা পত্রপত্রিকা তে দেখছি।এমন ঘটনায় অনেকেই হারানো জিনিস টি ফিরে পায় আবার অনেকেই পায়না।আমার সৌভাগ্য একজন সৎ পর্যটকবাহী জিপ চালক আমার ব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর আমার সাথে নিজ দায়িত্বে যোগাযোগ করে ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন।চালক দেলোয়ারসহ সমিতির সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।এদিকে পর্যটকবাহী জিপ চালকের এমন ঘটনা ফেসবুকে প্রশংসিত একটা ঘটনা হিসেবে বান্দরবানের স্থানীয় অনেক মানুষ জিপ চালক দেলোয়ার কে ধন্যবাদ জানিয়েছে।প্রসঙ্গত, বেপরোয়া গাড়ি চালানোর কারনে মাহেন্দ্র জিপ চালকদের নিয়ে যখন প্রতিনিয়ত বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে তখন এই ধরনের ভালো একটি ঘটনা শোনার পর সিএইচটি টাইমস ডটকম নিজস্ব উদ্যোগে তথ্য সংগ্রহ করে এবং সর্বোপরি পর্যটনের স্বার্থে এই সংবাদটি প্রকাশ করলো।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.