

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নীল দিগন্ত পর্যটন কেন্দ্রের সেবা ও উন্নয়নের জন্য জনপ্রতি ১০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।গত ৪ নভেম্বর শনিবার প্রবেশ ফি নির্ধারণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক টিকিট কাউন্টার থেকে ১০ টাকা মূল্যের টিকিট কিনে নীল দিগন্ত পর্যটন কেন্দ্রে প্রবেশ করেন।পরে একে একে টিকিট কেটে প্রবেশ করেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা,থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এন.ডি.সি) আলীনূর খান সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ দর্শনার্থীরা।এবিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,বান্দরবান জেলায় বর্তমানে পর্যটন খাতটি সবচেয়ে দ্রুত বিকশিত হচ্ছে।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক স্যার এর অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় জেলা প্রশাসন অধীনস্ত প্রতিটি পর্যটন কেন্দ্রের ভৌত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।নীল দিগন্ত পর্যটন কেন্দ্রটিও একদিন নীলাচল মেঘলার মতোই দর্শনার্থীদের জন্য উপভোগ্য একটি পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে তাতে কোনও সন্দেহ নাই।এমতাবস্থায় মাননীয় জেলা প্রশাসক নীল দিগন্তের অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে ১০ টাকা দামের টিকিট এর মাধ্যমে পর্যটন কেন্দ্রটির একটি আয়ের ব্যাবস্থা নিশ্চিত করেছেন।আশাকরি দর্শনার্থীরা উন্নতমানের সেবা পেলে ১০ টাকা কেনও ৫০ টাকা দিয়ে টিকিট কিনেও নীল দিগন্তের সৌন্দর্য উপভোগ করতে প্রবেশ করবে।প্রাথমিকভাবে আমরা ১০ টাকা দামের টিকিট দিয়ে শুরু করলাম,পরবর্তীতে দর্শনার্থীদের মতামত এবং পরামর্শ নিয়ে পর্যটন কেন্দ্র নীল দিগন্তের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করবো।