

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে জঙ্গি সন্দেহে দু্ইজনকে আটক করেছে পুলিশ।ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর বাইশারী ও পূর্ব বাইশারী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।আটকরা হলেন উত্তর বাইশারীর মো.আলম (৪৫) ও পূর্ব বাইশারীর মো.রফিক (২৬)।এদের আটক করে বাইশারী তদন্ত কেন্দ্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কৃষ্ণ জানান,গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর তিনজনকে আটক করা হয়।পরে এদের একজনকে যাচাই-বাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে।গোয়েন্দা কর্মকর্তাদের মতে,সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানে যে ক’জন জঙ্গি পাওয়া গেছে তাদের মধ্যে পাঁচজনের বাড়িই বাইশারীতে। এ ঘটনার পর নিখোঁজদের তালিকা তৈরি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।গত ১৬ মার্চ সীতাকুণ্ডে পুলিশের অভিযানের সময় নিহত জঙ্গি দম্পতি কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইরা, আটক জঙ্গি জহিরুল হক ও তার স্ত্রী রাজিয়া সুলতানার বাড়ি বান্দরবানের বাইশারীতে।এছাড়া কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের উপর বোমা নিক্ষেপকারী মো. হাসানের বাড়িও বাইশারীতে।একই পরিবারের পাঁচজনসহ বাইশারীতে ছয় জঙ্গির সন্ধান পাওয়ার পর এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু হয়েছে।