

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বাংলাদেশি ব্যবসায়ীর ১০টি গরু ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার জামছড়ি এলাকার ৪৫ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।বাংলাদেশ মায়ানমার সীমান্ত পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ঢাকায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের মাত্র ৪ ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটল।এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন জানান সীমান্তের ৪৫ ও ৪৬ পিলারের মাঝখানে জামছড়ির আগা এলাকা হতে মায়ানমারের বিজিপি স্থানীয় ব্যবসায়ীর ১০টি গরু নোমেন্স ল্যান্ড থেকে ধরে নিয়ে যায়।ঘটনার পর বিজিবিকে জানানো হয়েছে।রামু ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মঞ্জুর সিদ্দিকী জানান ঘটনার পর সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।