

শান্তি ও সম্প্রীতির বান্দরবানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)।রবিবার (২৭ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ি থানা চত্বরে একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন ও আইনশৃঙ্খলা বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্যই করেন বান্দরবানের পুলিশ সুপার।এসময় পুলিশ সুপার জেরিন আখতার,স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে মাদকের আগ্রাসনকে শক্ত হাতে প্রতিরোধের জন্য একযোগে কাজ করার আহবান জানান।পাশাপাশি তিনি বলেন,থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।মাদক বিরোধী অভিযান প্রয়োজনে আরও জোরদার করা হবে।আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হলে পুলিশের পাশাপাশি সকলকে সজাগ হতে হবে।সভায় পুলিশ সুপার আরও বলেন,সবুজ ও সম্প্রীতির নাইক্ষ্যংছড়িকে ইয়াবা তথা মাদক ও দুর্নীতিমুক্ত নাইক্ষ্যংছড়িতে পরিণত করতে হলে স্থানীয় পুলিশ,জনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক নেতাসহ সকলকেই মিলেমিশে এক সাথে কাজ করতে হবে।এছাড়াও পুলিশ সুপার এসময় জনসাধারণ যাতে সেবা পেতে কষ্ট না পায় এটি লক্ষ্য রেখে পুলিশিং কার্যক্রম পরিচালনা করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।অফিসার ইনচার্জ (তদন্ত) মো.শরিফ ইবনে আলমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.শফিউল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস,দোছড়ি ইউপি ইউপি চেয়াম্যান মো.ইমরান,সদর ইউপি চেয়াম্যান নুরুল আবছার ইমনসহ প্রমূখ।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর পরিকল্পনা ও সার্বিক প্রচেষ্টায় থানা অভ্যন্তরে দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মিত হয়।মসজিদের নামকরণ করা হয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পাঞ্জেগানা মসজিদ।মসজিদটি নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরাও সহযোগিতা করেন।