

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম থেকে এক উপজাতীয় তরুণী কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে।তাকে অপহরণ করা হয়েছে নাকি স্বেচ্ছায় কারো সাথে চলে গেছে,এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বিজয় মার্মা জানান,এক সপ্তাহ পূর্বে স্থানীয় মৃত অক্যজ মার্মার মেয়ে মাএইম্যা মার্মা (১৮) বাড়ি থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি।নিখোঁজের পর থেকে ওই তরুণী ব্যবহৃত মোবাইলের দুটি সিমে সংযোগ পাওয়া যাচ্ছেনা।তার পরিবার অত্যন্ত অসহায় ও গরীব হওয়ায় খোঁজাখুঁজির সামর্থ্যও নেই তাদের।কোথাও তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা ০১৬২৪৫৬৪৪৮৮ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান তিনি।